কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে চাঞ্চল্যকর শিশু পরাগ মণ্ডলকে অপহরণ মামলার প্রধান আসামি আমির ওরফে ল্যাংড়া আমির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। আমিরের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

২০১২ সালের ১১ নভেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় বাসার গলির মুখ থেকে মা, বোন ও গাড়িচালককে গুলি করে শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে আলোচনায় আসেন আমির। তার আগেই অবশ্য তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। পরাগ অপহরণের ১২ দিনের মাথায় ২০১২ সালের ২৩ নভেম্বর টঙ্গীতে বন্দুকযুদ্ধের পর আমির নিহত হয়েছেন বলে মনে করেছিল পুলিশ। তার নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমকেও জানানো হয়। কিন্তু হাসপাতালে আনার পর আমির বেঁচে যান।

গত বছরের ১১ আগস্ট ঢাকার আদালতের হাজতখানা থেকে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যায় আমির। দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমপাড়া এলাকায় জমির ব্যবসায় যুক্ত ছিলেন।