এস. এম, মনির হোসেন জীবন: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভাওয়াল চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভাওয়াল চিতাখোলা এলাকায় এ ঘটনা রাত সোয়া ২টার দিকে আমাদের থানায় র্যাব-২ খবর দেয় কতিপয় সন্ত্রাসীর সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে। একজন সন্ত্রাসী সেখানে পড়ে আছে। এরপর আমরা গিয়ে দেখি অজ্ঞাত ব্যক্তি চিতাখোলায় পড়ে আছে। তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি, এখানে আসার পর রাত সোয়া ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় কিছু জানেন না তিনি। র্যাবও তাকে এ বিষয়ে কিছু জানায়নি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলা রুজু করা হয়েছে।


