মেহেদী হাসান, কেশবপুর (যশোর) থেকে : পৌষ-মাঘ মাস ঋতু বৈচিত্রে শীতকাল। কৃষকের জন্য বোরো ধানের চারা রোপনের গুরুত্বপুর্ণ ও সুবর্ণ সময় এই শীতকাল। তাই প্রচন্ড শৈত্য প্রবাহ ও পৌষের কুঁয়াশা উপেক্ষা করে কেশবপুরের কৃষকরা ইরি বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন।
শীতের মৌসুম শুরু হওয়ার আগেই শুরু হয়েছে ইরি বোরো ধান চাষের আগাম প্রস্তুতি। কার্তিক অগ্রহায়ন মাসে কৃষকেরা শুরু করেছে আগাম বীজতলা তৈরীর কাজ। কালবৈশাখীর কবল থেকে নিরাপদে ধান ঘরে তোলার জন্য কৃষকরা আগাম বীজতলা তৈরী ও ধানের চারা রোপন শুরু করেন। এই মৌসুমে নীচু জমির পানি না কমায় কেউ কেউ ধান ফেলতে পারিনি তাই অনেকে আবার দুর-দূরান্ত থেকে ধানের চারা এনে জমিতে রোপন করছে। কেশবপুরের প্রত্যন্ত অঞ্চল জুড়ে তাই এখন চলছে ইরি বোরো ধানের চারা রোপনের মহোৎসব। অতিবৃষ্টি ও কপোতাক্ষের উপচে পড়া পানিতে কেশবপুরের প্রায় ৮০টির বেশি গ্রাম পানিবন্দি হয়ে পড়ার কারণে অধিকাংশ নীচু আবাদী জমি উজানের পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমন ধান চাষ করা সম্ভব হয়নি। তাই ইরি বোরো ধান চাষের উপর কেশবপুরের কৃষকরা জোর দিয়েছে। গত বছরের তুলনায় ৫১৪ হেক্টর জমিতে ইরি বোরো ধান বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । কেশবপুরের কৃষকরা আমন ধান চাষ করতে না পারার ক্ষতি পুষিয়ে নিচ্ছে বোরো ধান আবাদ করে। যে কারণে পৌষ কুয়াশার চাঁদরে ঢাকা হাড় কাঁপানো শীতের বৈরীতা উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠের কাদা-জলে ভিজে ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা সাংবাদিকদের জানান কেশবপুরে এবার ১৫ হাজার ৯ শত ১৪ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় ৫১৪ হেক্টর জমিতে ইরি বোরো ধান বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


