মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ-
কেশবপুর পল্লীতে মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে ঘরের ভিতর আটক রেখে নির্যাতন করা হয়েছে। অজ্ঞান অবস্থায় তাঁর পিতা এলাকাসির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার চিংড়া গ্রামের আকাম আলীর কন্যা নাসরিন সুলতানার সাথে একই উপজেলার শিকারপুর গ্রামের সাত্তার সরদারের ছেলে মফি সরদারের সাথে ৮ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের সময় আকাম আলী তার জামাইকে নগদ ৩০ হাজার টাকা, সাইকেল ও সংসারিক লক্ষাধিক টাকার মালামাল প্রদান করে। বর্তমানে তাদের সুজন নামে ৪ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু গৃহবধূ নাসরিনকে বিভিন্ন সময় কারণে-অকারণে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই মারপিট করে। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ নাসরিন (২৫)কে হাত-পাঁ বেধে ঘরের ভিতর আটকিয়ে রেখে স্বামী মফি সরদার, তার ভাই হালিম সরদার ও শ্বাশুড়ি মরিয়াম বেগম লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে। সংবাদ পেয়ে ঐ রাতেই মরিয়ামের পিতা আকাম আলী এলাকাবাসির সহায়তায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।


