
মোঃ মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুরে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ। ১৯ জুলাই সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (যশোর-ব-১৩৪৮) যাত্রীবাহী বাস যশোর সাতক্ষীরা সড়কের কেশবপুর মাইকেল গেট নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে । এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে । আশঙ্খাজনক কয়েক জনকে খুলনা ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন বলেন যেখানে দুর্ঘটনা ঘটেছে জায়গাটি অনেক বাঁক রয়েছে আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। যদি বাঁক সোজা করা যায় এবং ফিটনেসবিহীন গাড়ী বন্ধ করে চালকদের গতিনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করা যায় তাহলে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
