মেহেদী হাসান,কেশবপুর (যশোর) প্রতিনিধি:-
যশোরের কেশবপুর থানা পুলিশ নাশকতা মামলায় দু জামায়াত কর্মীকে আটক করেছেন। থানাসূত্রে জানাগেছে, বুধবার রাতে থানার সেকেন্ড অফিসার আকরাম হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি উপজেলার বগা গ্রামের মাদ্রাসা শিক্ষক আফসার উদ্দিন (৫৫) একই গ্রামের জামাল উদ্দিনেরে ছেলে আজাহারুল ইসলাম (৩৫) কে আটক করে। বৃহষ্পতিবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে বলে পুলিশ জানায়।