মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার স্বর্ণপদক লাভ করেছেন। মানবাধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানের উপদেষ্টা বৃষ্টি চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার হাতে মানবাধিকার স্বর্ণপদক তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
এদিকে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদে বুধবার দুপুরে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার স্বর্ণপদক লাভ করায় চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউপি সচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, নিমাই চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, রেহানা খাতুন, নাজমা বেগম প্রমুখ।


