
ক্রাইম রিপোটার ঃ রাজধানীর দক্ষিণখান-কসাইবাড়ী, হাজিক্যাম্প হইতে প্রায় প্রতিনিয়ত ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক দিয়ে দিনের পর দিন চলছে চাঁদাবাজী চরমে। এ চাঁদা বাজির মূল হোতা সাবেক বি এন পি জামায়াতের বিমান বন্দর থানা শ্রমিকদল কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো: আবুল খায়ের ওরপে ড্রাইভার খায়ের ওরফে অটো চাঁদাবাজ আবুল খায়ের।
অনুসন্ধানে জানা যায় সে বিগত বিএনপি জোট সরকারের আমলে বিমান বন্দর থানা কমিটির যুগ্ন সম্পাদক ছিলেন এবং সে সময় থেকেই বিমান বন্দর এলাকায় চাঁদাবাজদের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায়। সে সুযোগ পেয়ে বাংলাদেশ সরকারের পরিবর্তন আসার পর বাংলাদেশ আওয়ামিলীগ ক্ষমতায় আসার সাথে সাথেই নিজেকেই খোলস বদলানো সাপের ন্যায় নিজের চরিত্রকে ও বদলে পেলে এই খায়ের।
পুনরায় বিমান বন্দর থানায় তার ক্ষমতার দাপট খাটানোর জন্য বাংলাদেশ জাতীয় শ্রমীকলীগের যে কোন এক নেতার হাতে পায়ে ধরে তাকে দিয়ে মৌসুমি পাখির মত নিজের আখের গোচাতে খুলনা থেকে ঢাকায় এসে বিমানবন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে শুরু করেন তার চাঁদাবাজী। বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন এলাকার ফুটপাত থেকে শুরু করে বিমান বন্দর গোলচত্ত্বর থেকে এপি বি এন গেইট পযর্ন্ত।
বিমান বন্দর রেলওয়ে ষ্টেশন থেকে শুরু করে হাজি ক্যাম্প পর্যন্ত চলতো তার চাঁদাবাজি। পুরো বিমান বন্দর এলাকা থেকে চাঁদাবাজি করে বর্তমানে কসাইবাড়ি রেলগেইট হইতে দক্ষিণখান বাজার হয়ে কাঁচকুড় বাজার পযর্ন্ত হাজ¦ীক্যাম্প হইতে নদ্দাপাড়া হয়ে দক্ষিণখান হাজী ক্যাম্প হইতে কাওলা বাজার হয়ে খিলক্ষেত ব্যাংকের ঘাট পযর্ন্ত। হাজী ক্যাম্প হএত প্রেমবাগান হয়ে দক্ষিণখান বাজার থেকে কাঁচকুড়া পযর্ন্ত এই ৪টি রোডে প্রায় প্রতিনিয়ত ১২০০ থেকে ১৫০০ ইজিবাইক চলাচল করেন- যার থেকে তার লোক দিয়ে প্রতিদিন জিপির নাম করে নেন ১০০ টাকা কল্যান সমিতির নাম করে নেন ৫০ টাকা লাইন খরচ বলে নেন ৫০ টাকা। প্রতিদিন প্রায় গড় প্রতি ২০০ টাকা করে নেন বলে অনেক গাড়ির ড্রাইভাররা বলেন এই ৪ লাইনের অটো থেকে প্রায় প্রতিমাসে ৩০০,০০০/- ( তিন লক্ষ) টাকা চাঁদা আদায় করেন। এয়ারপোর্ট ষ্টেশন ও তার আশে পাশের পুটপাত থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ টি দোকান বসিয়ে দোকান প্রতি দৈনিক ১০০ টাকা করে ৫০,০০০/- ( প াশ হাজার) টাকা চাঁদা আদায় করেন।
কিন্তুু সে নিজেই টাকা উঠান না তার নামে লোক সেট করে সব জায়গা থেকে চাঁদার টাকা উঠান। প্রতিদিন যদি ৩৫০,০০০/- চাঁদা হয় তাহলে মাসে উঠে ১ কোটি ৫ লক্ষ টাকা চাঁদা তার নামে বিভিন্ন পত্রিকায় ইতি পূর্বে লেখা হলে যে সাংবাদিককে খুজতে তার নিজশ^ সন্ত্রাস বাহিনী পাঠিয়ে দেন বলে জানা গেছে। এ বিষয়ে গত ২৭/১১/২০১৭ইং প্রদিবেদক তার সাথে সাক্ষাতকারের জন্য গেলে সে প্রতিবেদককে কোন কিছুই বলতে পারবেন না জানিয়ে দেন। এবং এও বলেন কিছু লিখলে পরে টের পাবা আমি শেখ আবুল খায়ের কে এবং কি জিনিস। আগে আমার সম্পর্কে ভালো করে জানো তার পর লিখবা সে এও বলেন অনেক সাংবাদিকদের সাথে তার সম্পর্ক রয়েছেন তাদেরকে দিয়ে প্রতিবেদককে বুঝিয়ে দিবে কে এই খায়ের যার নামে প্রতি মাসে কোটি টাকা চাঁদা বাজী হয়।