
দেহঘড়ি ডেস্ক : আপনি যখন কোকাকোলা পান করেন তখন আপনার পাকস্থলীতে কি ঘটতে পারে, ইউটিউবে ‘মোলটেন সায়েন্স’ নামক বিজ্ঞান চ্যানেল তা তুলে ধরে একটি সত্যিকারের ভীতিকর ভিডিও হিসেবে প্রকাশ করা হয়েছে।
ভিডিওটিতে একটি পরিস্কার পাত্রে থাকা পাকস্থলীর অ্যাসিডে এই সোডা ঢেলে দেখানো হয়, মিশ্রণটি বুদ্বুদ ও ধোঁয়া সৃষ্ট করে আলকাতরার মতো ফেনায় পরিণত হয়েছে। ভিডিওটিতে পাত্রটি খুব গরম হয়েছে বলে মন্তব্য শোনা যায় এবং পুডিং এর মতো ধরনের দেখায়।
ভিডিওটি স্পষ্টভাবে যদিও খুব বিরক্তিকর, তবে এমন কয়েক টন কারণ রয়েছে, যাতে আপনার সম্ভবত সোডা (রেগুলার অথবা ডায়েট) পান করা উচিত নয়।
কিন্তু ভিডিওটিতে যেভাবে দেখানো হয়েছে, আপনার পেটে যখন কোক যায়, তখন এই দৃশ্য পুরোপুরি হয়তো ঠিক নয়।