কোটবাড়ী পুলিশ চেক পোষ্টে লাগেজে লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর কোটবাড়ী পুলিশ চেক পোষ্টে লাগেজের ভিতরে ৮/৯ বছর বয়সের মেয়ের লাশ উদ্ধার করেছে। দক্ষিণ খান থানা পুলিশ লাশ ভর্তিলাগেজটি রিকশা করে এক ব্যাক্তি নিয়ে যাবার সয়ম পুলিশ তল্লাশী করতে চাইলে লাগেজ বহনকারী দৌড়ে পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলেন। এই সয়ম কারো পরিচয় জানা যায়নি।