কোটালীপাড়ায় জেলা পরিষদের জায়গা দখল করে ৫ তলা ভবন নির্মান : প্রশাসন নিরব

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা পরিষদের জায়গা দখল করে একটি ৫ তলা ভবন নির্মান করা হচ্ছে অথচ প্রশাসন রয়েছে নিরব।
সরজমিন গিয়ে দেখা যায়, কোটালীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের আবু তালেব শেখের কাছ থেকে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন মাদারীপুর জেলার রাজৈর থানার সোনাপাড়া গ্রামের মৃত রশিদ মোড়লের ছেলে কোটালীপাড়ায় ২০ বছর ধরে বসবাসকারী ইব্রাহিম মোড়ল (৫৫)। ক্রয়কৃত জায়গার সাথে জেলা পরিষদের রাস্তার জায়গা দখল করে ৫ তলা ভবনের নির্মান কাজ শুরু করেন তিনি।
বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে স্থানীয় কিছু নেতৃবৃন্দকে ম্যানেজ করে ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন জায়গার মালিকের ছেলে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ শেখ। আরিফ শেখ আরও বলেন আমার বাবার কাছ থেকে পূর্বে জায়গা ক্রয় করে ইব্রাহিম মোড়ল একটি টিনসেড বাড়ী নির্মান করেন। পাশাপাশি তিনি আরো ১০ শতাংশ জায়গা ক্রয় করেন কিন্তু ওনাকে যে জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে সেখান থেকে বাহিরে এসে রাস্তার জায়গা দখল করে ৫ তলা ভবনের নির্মান কাজ শুরু করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন, সরকারি কোন কর্মকর্তার নজরদারী না থাকায় ১০ শতাংশ জায়গা ক্রয় করে রাস্তার জায়গা দখল করে ৫ তলা ভবনের নির্মান কাজ নির্বিগ্নে চালিয়ে যাচ্ছেন ইব্রাহিম মোড়ল। এলাকাবাসী আরো বলেন, অফিস বন্ধের দিনে সবার চোখ ফাকি দিয়ে বেশি শ্রমিক লাগিয়ে কাজ চালায় তিনি।
এ বিষয়ে কোটালীপাড়া সদর ভুমি অফিসের তহশিলদার স্বপন দে বলেন, ওই নির্মানাধিন ভবনে জেলা পরিষদের অনেক জায়গা বেধে গেছে। এটা জেলা পরিষদ বুঝে নেবে। ওটা ‘ক’ খতিয়ানের আওতায় না থাকায় আমার দায়দায়িত্ব নেই। ওটা জেলা পরিষদের দায়িত্ব।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের নলেজে নেই, কেউ লিখিত অভিযোগ করলে আমাদের সুবিধা হত।
এ ব্যাপারে ইব্রাহিম মোড়লের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নির্মানাধীন ভবনে জেলা পরিষদের জায়গা বাধলে আমি ভবন ভেঙ্গে দেব।