
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তালুকদার বাড়ীর ঐতিহ্য বাহী শত বছরের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি বলে জানা যায়।
বুধবার সরজমিন ঘুরে দেখা যায়, মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পিঞ্জুরী গ্রামের, মৃত কোমর উদ্দিন তালুকদারের শত বছরের পুরানো লোহাকাটের তৈরি দোতলা ঘর এবং ভিতরে থাকা ফ্রিজ, টিভি, কাঠের সিন্ধুক, স্বর্নালংকার, নগদ টাকাসহ তালুকদার ষ্টেটের মূল্যবান কাগজ পত্র, ২০০ মনের বেশি ধান ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মৃত কোমর উদ্দিন তালুকদারের মেঝ ছেলে মিরাজুর রহমান (৪৫) সাংবাদিকদের বলেন, বৈদ্যতিক মিটার ব্লাষ্ট হয়ে লাগা এই আগুনে আমাদের ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমরা ৮ ভাই ৪ বোন মাসহ সব স্বজনেরা, অনান্য লোকজন ও আশপাশের ঘর গুলি অক্ষত থাকলেও পাশের গাছপালা পুড়ে যায়।
এলাকাবাসী জানায়, তাদের সহযোগীতা এবং কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
মৃত কোমর উদ্দিন তালুকদারের বড় ছেলে মিজানুর রহমান (৫৩) সাংবাদিকদের বলেন, ১৫ দিন আগে বাবা মারা গেলেন, এখন পুড়ে গেল ঘরটি, সব মিলে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা অপুরনীয়। তিনি আরও বলেন, এখনও কেহ আমাদের খোজ খবর নিতে আসেনি, তাই আমরা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি।