
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার দুপুরে উপজেলার আমতলী গ্রামের একই বাড়ীর লিটন মিয়ার ছেলে মোস্তাকিন (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌফিক (৫) আরও অনেক খেলার সাথীদের সাথে বাড়ীর পাশের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।
অনেক খোজা খুজির পরে শিশু দুটিকে উদ্ধার করে এলাকাবাসী কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।