কোটালীপাড়ায় মাদক দ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক দ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে মোরসালিন মুন্সী (২৩), একই উপজেলার একই গ্রামের ফরিদ সরদারের ছেলে সাব্বির সরদার(২২) ও একই উপজেলার ভুতেরবাড়ি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে অমর বিশ্বাস (১৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলার তারাশী গ্রামের কর্মকার বাড়ির পূর্ব পাশের রাস্তার ওপর থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোরসালিন মুন্সী ও সাব্বির সরদারকে গ্রেপ্তার করে। অপরদিকে, উপজেলার ভূতেরবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বড় ব্রিজের ওপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী অমর বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।