
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জহরেরকান্দি গ্রামে গন ধর্ষনের আসামী দীর্ঘ ২ মাসে ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার বিবরনে জানা যায়, গত ২৬ মার্র্চ ২০১৭ দিবাগত রাতে জহরের কান্দি গ্রামের উত্তম হালদারের স্ত্রী মনিকা হালদার (৩৫) কে ফাকা বাড়ি একা পেয়ে একই গ্রামের সুনিল হালদারের ছেলে রঞ্জন হালদার (৩৫), বিচরন হালদারের ছেলে কৃষ্ণ হালদার (৩৮), দিলিপ হালদারের ছেলে দিপঙ্কর হালদার (২৪) এই তিন লম্পট জোর পূর্বক পালা ক্রমে ধর্ষন করে। এক পর্যায়ে মনিকার ভাগ্নে শুবোধ বাজার নিয়ে বাড়িতে ফিরে ঘটনাটি স্বচোক্ষে দেখে চিৎকার চেচা-মেচি শুরু করলে ধর্ষকরা শুবোধকে এলোপাথারি ভাবে মারপিট করে আহত করে। তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে পাঠান।
এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত গোপালগঞ্জ এ অভিযুক্ত তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর এন/এস/পি-১২৪/১৭, তারিখ: ২৮/০৩/১৭।
এদিকে ধর্ষনের কারনে আদালতের নির্দেশে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হলেও প্রায় দুই মাসেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অপরদিকে এ ঘটনায় এলাকার প্রভাবশালী দালাল চক্র বাদীনীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে বলে জানা যায়।
এ ব্যাপারে বাদীনী জানান, আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।