কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আটকদের ছেড়ে দিতে দুপুর ৩টা পর্যন্ত আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : তারা বলেছেন, সাধারণ এসব শিক্ষার্থীকে দ্রুত ছেড়ে না দিলে আন্দোলন আরো জোরদার করা হবে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক রাশেদ খান এ কথা বলেন। এদিকে, আজও (সোমবার) দাবি আদায় এবং মুক্তির দাবিতে লাইব্রেরির সামনে বিক্ষোভ এবং শহীদ মিনারে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এছাড়া তারা বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন যৌক্তিক এবং সরকারকে এই যৌক্তিক দাবিটি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানানো হলো।

‘তাদের এই দাবিতে তাদের আন্দোলন চলবে। এ আন্দোলন মেনে নিতে হবে’-মর্মে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন।