
নিজস্ব প্রতিবেদক : আহত সাংবাদিক হল টিভির ক্যামেরাম্যান ও রিপোর্টার। সোমবার দুপুর দেড়টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। গতকাল রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদেরে সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর চালানো হয় ঢাবি উপাচার্যের বাসভবনে।