কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা মানববন্ধন করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যখন সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে কোটা পদ্ধতি বাতিল করেছেন। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ডাকলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর যে হামলা চালিয়েছেন, তাতে ফ্যাসিবাদী আচরণ প্রকাশ পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ করে তারা বলেন, নূরকে মারার পর প্রক্টরের কাছে বিচার চাইতে গেলে তিনি সেটা আমলে না নিয়ে বলেছেন, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পাননি। আমাদের প্রশ্ন হলো, ‘আমরা যদি ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে গুলি খেয়ে মারা যাই তাহলে আমরা এসে কী আপনাকে লিখিত অভিযোগ দেব?’

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ছিল। তাই প্রধানমন্ত্রী এই দাবি মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা তাকে মাদার অব অ্যাডুকেশন উপাধিতে ভূষিত করলেন। কিন্তু তিনি ঘোষণা বাস্তবায়নে কালক্ষেপণ করেছেন।

তিনি আরো বলেন, শহীদ মিনারে দাঁড়িয়ে যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেন। কিন্তু সেই শহীদ মিনারে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার বিচার চাই।

এদিকে হামলা নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টা মানববন্ধন করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

মানববন্ধনে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, কোটা সংস্কার সবাই চায়, আমরাও চাই। কিন্তু বর্তমানে যে আন্দোলন করা হচ্ছে তারা কেউই কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে না। তারা গুজব ছড়িয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। আমরা সবার কাছে আহ্বান করছি, আপনারা কেউ গুজবে কান দেবেন না।