
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা বৃষ্টির কারণে ঢাকার বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন।
বুধবার কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। পরবর্তীতে কর্মসূচি পালন বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
গত রোববার টিএসসিতে প্রতিবাদী ছাত্র সমাবেশ থেকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, রিমান্ড, নিরাপদ ক্যাম্পাস ও হামলাকারীদের বিচার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।