
নিজস্ব প্রতিবেদকঃ কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় ভাটারা নতুনবাজার এলাকায় আহত ইমন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায়।
নিহত ইমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চৈনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। সে ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরী করতো এবং সেখানেই থাকতো।
নিহত সেলিমের বোন তাহমিনা বেগম বলেন, গত ১৯ জুলাই দুপুরে নতুন বাজার হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।