কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

ওসমান গনি সরকার,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে ও বৈষম্যমূলক কোটা প্রথার সংস্কারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিছিলের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত শিক্ষার্থীরা কোটা প্রথার নেতিবাচক দিকগুলো তুলে ধরে সকলের সামনে। কোটা সংস্কার আন্দোলনে  কুবি, ঢাবি, চবি, রাবি, জাবি, বেরোবি, জবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে শিক্ষার্থীরা। শিক্ষাঙ্গণ রক্তে লাল করে পড়ালেখার পরিবেশ বিনষ্টকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানায় তারা। পরবর্তীতে “কোটা না মেধা, মেধা মেধা”, “আমার ভাইয়ের রক্ত কেন জবাব চাই, জবাব চাই”, “আমার বোনের রক্ত কেন জবাব চাই, জবাব চাই” বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্ত্বরে গিয়ে শেষ হয়।