
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে কোটা বাতিলের ঘোষণা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ আখ্যা দেন তারা।
সংবাদ সম্মেলনে আটককৃতদের মুক্তি দাবি, মামলা প্রত্যাহার, আহতদের চিকিৎসার দাবি জানানো হয়। তবে ঢাবির ভিসির ভবনে হামলাকারীদের শাস্তি দাবি করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলন শেষে আনন্দ মিছিল করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
কোটা সংস্কারের দাবিতে বেশ কিছু ধরে আন্দোলন করে আসলেও গত রোববার থেকে তা বৃহৎ আকারে রূপ নেয়। সেদিনে থেকে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সরব হন। দেশের নানা জায়গায় সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা কোটা সংস্কারে প্রধানমন্ত্রীর ঘোষণা দাবি করেন। গতকাল দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানান, প্রধানমন্ত্রী সব ধরনের কোটা বাতিলের কথা বলেছেন।
বিকেলে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এত কিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই।’
তবে কোটা না থাকলে বিকল্প ব্যবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের নিয়োগের কথা বলেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী তাদের অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারব।’