কোটি টাকার কষ্টি মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব

জেলা প্রতিবেদকঃ হবিগঞ্জে ১১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় মূর্তিটি পাচারের সাথে জড়িত থাকার অপরাধে ২জনকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের সানু মিয়া (৫৫) ও ওই গ্রামের হরিলতা গ্রামের হারুন মিয়া (৪৩)।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‍্যাবের হবিগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবলের উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা হবে। এ ঘটনায় সানু মিয়া ও হারুন মিয়াকে আটক করা হয়।

এএসপি ওবাইন আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।