কোথায় শান্তি পাব: দিতিপ্রিয়া

লকডাউনে একলা থাকাকেই অভ্যাস করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়। অবসর পেয়ে অন্ধকারে জানলার ধারে বসে স্বস্তি খুঁজছেন তিনি। আর বাজছে মৌসুমি ভৌমিকের সেই গান। ‘আমি শুনেছি সে দিন তুমি . . . ’। বর্তমানে সকলের মতো দিতিপ্রিয়াও এখন ঘরবন্দি।মুক্তির হদিশ দিচ্ছে জানলা দিয়ে দেখতে পাওয়া ওই একটুখানি আকাশ। দিতিপ্রিয়াও যেন অপেক্ষায় রয়েছেন মুক্তি পাওয়ার। নিজের সঙ্গে কাটানো এই সন্ধের নানা মুহূর্তগুলি ভেসে উঠল তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি এবং ভিডিয়ো হয়ে। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

দিন কয়েক আগেই সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। তবে এখন বিপদ কেটে গিয়েছে। তাঁকে সুস্থ দেখে নিশ্চিন্ত ভক্তরাও।