কোনও জরুরি কথা বলতে গেলেই কেমন যেন জড়তা অনুভব করেন

কথা তো সকলেই বলেন। কিন্তু কোনও জরুরি কথা বলতে গেলেই কেমন যেন জড়তা অনুভব করেন অনেকেই। যুক্তির পর যুক্তি সাজিয়ে কথা বলতে পারলেও মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে আর সড়গড় হতে পারেন না বহু মানুষ। ‘আআআ’,‘উমম’-এই ধরনের অহেতুক কিছু শব্দের কারণে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? কী করলে আর মানুষের সামনে কথা বলতে গেলে একটুও বিব্রত হতে হবে না। কী করলে কথা বলার আগে জড়তা অনুভব করতে হবে না, জেনে নিন।