কোনোদিন বাসা থেকে বের হতে চাননি হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে আর কোনো দিন বাসা থেকে বের হতে চাননি হিলারি ক্লিনটন।

নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি। এরপর বুধবার তিনি প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ও বক্তৃতা করেন।

ওয়াশিংটন ডিসিতে চিলড্রেন্স ডিফেন্স ফান্ডের অনুষ্ঠানে ওই বক্তৃতায় হিলারি তার হতাশার কথা জানান। তিনি বলেন, ‘আজ এখানে আসাটা আমার জন্য সহজ কাজ ছিল না। গত এক সপ্তাহে এমন অনেক সময় গেছে যখন আমার মনে হয়েছে যে, আমি সব সময় বইয়ে বুঁদ হয়ে থাকব এবং আর কোনো দিনও বাসা থেকে বের হবো না।’

তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনেক আমেরিকানের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উল্লেখ্য, হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে জয় পান। তবে ইলেক্টোরাল ভোটে পরাজিত হয়ে হোয়াইট হাউসের টিকিট পাননি।