নতুন কোনো দল গঠনে অন্তর্বর্তী সরকার পৃষ্ঠপোষকতা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থান নড়চড় হয়নি। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর তাড়া থাকবেই। এটি খুবই স্বাভাবিক। সংস্কার ও বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে সরকার।
মূলত, বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরেই নির্বাচন, নতুন রাজনৈতিক দল, নিরপেক্ষ সরকার ইত্যাদি প্রসঙ্গগুলো আলোচনায় আসে।
সাক্ষাৎকারে মহাসচিব বলেন, ‘নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। কেননা, এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে, ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। কিন্তু যদি তারা মনে করে যে, সরকারে থেকেই তারা নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।’
এই প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারে থাকা তিনজন ছাত্র প্রতিনিধি দল গঠন করছে বিষয়টি এমন নয়। যদি তারা কখনও রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চান, তাহলে তারা সরকার ছেড়ে দেবেন। যেকোনো ব্যক্তিই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। তবে তখন সে ব্যক্তি সরকারে থাকতে পারবে না।
রাজনৈতিক দল গঠনে সরকার পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সতর্কবার্তা হিসেবে নেয়া যায়। তবে এখন পর্যন্ত এর কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা রয়েছেন। আবার আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সামনের সারির অনেকে মিলে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতৃত্বেও পরিবর্তন এসেছে। এই দুটি সংগঠন একসাথে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আগেই দিয়েছেন।