
সচিবালয় প্রতিবেদক : বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোনো ধরনের আইনি বাধা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আইনি বাধ্যবাধকতা আছে। আমরা যদি নির্বাচন না করি তবে আইন পরিবর্তন করতে হবে।’
তিনি আরো বলেন, আমরা চিন্তা করছি, নির্বাচনে বাধাটা কোথা থেকে আসতে পারে। আমরা বিভাগীয় কমিশনারদের কাছে জানতে চেয়েছি- এসব সিটি করপোরেশনে কোনো মামলা আছে কি না।
বিভাগীয় কমিশনারদের কাছ থেকে আগামী ৭/৮ দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা রিপোর্ট পেলে নির্বাচন কমিশনকে বলব তাদের সুবিধামতো সময়ে নির্বাচন করতে। তারা যদি পারে একসঙ্গে পাঁচটাতেই করুক। তারা যদি পর্যায়ক্রমে করতে চায়, আমাদের তো কোনো আপত্তি থাকবে না।
পৌরসভার কর্মীরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আন্দোলন করছে- এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার সেলফ গভর্নিং বডি। তারা নিজস্ব আয়ে চলে, নিজস্ব বাজেট আছে। সরকার তাদের নিয়ন্ত্রক। তারা চাইলেই তো সরকারি করা সম্ভব নয়। অনেক আইন-কানুন আছে। বেসরকারি থেকে চাকরি সরকারি করতে গেলে অনেক আইন-কানুন পরিবর্তন করতে হয়। একটা হুকুমে কি বেসরকারি চাকরি সরকারি করা যাবে?