কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই

অর্থনৈতিক প্রতিবেদক : অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর কোম্পানিটির কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। জবাবে দর বাড়ার পেছনে কোনো প্রকার কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ নভেম্বর থেকে ড্রাগন সোয়েটারের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯ দশমিক ৪০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৬ দশমিক ৭০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।