লাইফস্টাইল ডেস্ক : আমরা অনেকেই হয়তো জীবনে কোনো না কোনো সময়ে এক বা একাধিকবার পকেটমারদের কবলে পড়েছি। এবং এ ব্যাপারে আমরা যতই সচেতন থাকি না কেন, পকেটমাররা তাদের নানা কৌশলগত চালাকিতে আবারও আমাদের বোকা বানিয়ে ফেলতে সদা সচেষ্ট।
কেননা আমরা অনেক সময় ধারণাও করতে পারি না যে, এতটাই সহজ উপায়ে তারা চুরি করতে পারদর্শী। যা হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে এমন ঘটনাকে প্রতিহত করবেন?
যুক্তরাজ্যের খ্যাতনামা সংবাদমাধ্যমে ডেইলি মেইল অনলাইন সম্প্রতি প্রফেশনাল ম্যাজিশিয়ান এবং পকেটমারে বিশেষজ্ঞ হিসেবে খ্যাত ম্যাট উইন্ডসরের তথ্য সহায়তায় ৭টি কমন পরিস্থিতিতে মানুষকে বোকা মানিয়ে চুরির কৌশল এবং প্রতিরোধের উপায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
চলন্ত সিড়ির স্থান, বিনোদন পার্ক, ক্যাশ মেশিন, বাস স্টপ, ব্যস্ত সড়ক, রেস্টুরেন্ট টেবিল এবং ফটোগ্রাফির স্থানে দলবদ্ধ পকেটমারদের চুরির কৌশল ও তা প্রতিরোধের উপায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং সেগুলোর উদাহরণস্বরুপ একটি ভিডিওতে পকেটমারদের এসব কৌশল ও প্রতিরোধের উপায় দেখানো হয়েছে।
সুতরাং পকেটমারদের চতুর কিছু কৌশল এবং তা প্রতিরোধের উপায় ভিডিওটি থেকে দেখে নিন।
ভিডিও :
https://youtu.be/8DMIK8Kq_qM