কোপা শেষ উরুগুয়ে ডিফেন্ডার আরাউহোর

আল-আমিন হোসেন, খেলা ডেস্কঃ এ যেন অন্যরকম এক উরুগুয়ে দল। অবিশ্বাস খেলার মাধ্যমে এখন পর্যন্ত কোপা আমেরিকার সেরা দল উরুগুয়ে। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইলানে জায়গা করে নিয়েছে দলটি। তবে সেমিফাইলানের আগে এ ধাক্কা খেল আকাশী নীলরা। কোয়ার্টার ফাইলানে ব্রাজিলের সঙ্গে খেলায় প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। এ চোটের কারণে আর বাকি ম্যাচে অনিশ্চিত হল বার্সার এ খেলোড়ারের।

বাংলাদেশ সময় আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৬টায় আসরের দ্বিতীয় সেমিতে কলম্বিয়ার বিপক্ষে নামবে উরুগুয়ে। সেই ম্যাচসহ তারা ফাইনালে উঠলে সেখানেও আরাউহোকে পাচ্ছে না মার্সেলো বিয়েলসার দলটি।

এক বিবৃতিতে আজ (বুধবার) আরাউহোর চোটের বিষয়টি নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

সেই বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে মূলত পেশিতে আঘাত পেয়েছেন তিনি (আরাউহো)। তাই সেমিতে কলম্বিয়ার বিপক্ষে এবং পরের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।

তবে চোট কাটিয়ে উঠতে ঠিক কতদিন সময় লাগবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের সূত্র মতে, সম্ভাব্য দুই মাস সময় লাগতে পারে আরাউহোর ফিট হয়ে ফিরতে।