কোভিড উনিশে আবারো মৃত্যুর রেকর্ড, কমেছে শনাক্ত

তানভির আহমেদ, শেরে-ই-বাংলা নগর: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৭৪ জন মারা গিয়েছিলো। এ নিয়ে বাংলাদেশে মোট মারা গেলেন ৯,৬৬১ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৩৪৩ জন।

বাংলাদেশে মোট আক্রান্ত হলেন ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শনাক্তের হার ২৬.৮৬ শতাংশ বেড়েছে আর মৃত্যুর হার বেড়েছে ৩০.২৩ শতাংশ। সেই সঙ্গে সুস্থতার হার বেড়েছে ৪২.৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নমুনা পরীক্ষার বিচারে করোনাভাইরাস শনাক্তের হার ২০.৪৯ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের পরীক্ষায় একজনের করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৭ জন আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হলেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গত কয়েক দিন যাবত বেশ কয়েকবার করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা রেকর্ড অতিক্রম করেছে।