কোভিড পজিটিভ বলিউড অভিনেত্রী ভূমি

মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর।

নায়িকা নিজের ইনস্টা অ্যাকাউন্টে করোনা সংক্রমণের কথা জানিয়েছেন ভক্তদের।

তিনি বলেন, ”  ‘সমস্ত সতর্কতা মেনে চলা সত্ত্বেও আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্পই রয়েছে। আমি এখন ঠিক আছি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকরা আমায় যে পরামর্শ দিয়েছেন সেইমতোই চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নিন”। পাশাপাশি সকলকে ভিটামিন-C নেওয়ার এবং মন ভালো রাখার পরামর্শ দিয়েছেন ভূমি। অনুরাগীদের উদ্দেশ্যে ভূমি লিখেছেন, ”এই পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না। মাস্ক পরুন। হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।”

এছাড়াও  মাস্ক ব্যবহার, বার বার হাত ধোয়া বা স্যানেটাইজার লাগানো ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ভূমি।