কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৩ হাজার ২৭৭ জন

করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ও মৃতের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭৭ জন মানুষের গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন।

করোনার প্রথম দিকে এসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সর্বোচ্চ ২ লাখ লোকের মৃত্যু হতে পারে বলে যে ধারণা করা হয়েছিলো তা ছাড়িয়ে গেছে বহু আগেই। আক্রান্তেও থেমে নেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৮২ জন। ফলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন।

আক্রান্ত ও মৃতের হার এমন বৃদ্ধির মাঝেও দেশটির জন্য সুসংবাদ হলো যে, তারা ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে। ফাইজার ও বায়োনএটেকের ভ্যাকসিনের পর অনুমোদনের দোড়গোড়ায় আছে মডার্নার ভ্যাকসিন।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৬৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ১৭৪ জন। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ২৬ লাখের বেশি মানুষ।