মেহেরপুর প্রতিনিধি : জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক কৃষক।
নিহতের নাম বিল্লাল হোসেন (৪২)। তিনি কোমরপুর গ্রামের নুর মহাম্মদের ছেলে। আহত ব্যক্তির নাম মুক্তার আলী (৫৮)।
রোববার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ও আহতের পরিবার জানায়, বিল্লাল হোসেন ও মুক্তার মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসক সানজিদা খাতুন আহত বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।


