
সিলেট জেলা প্রতিনিধি: সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানা পুলিশের একাধিক অভিযানে ১১জন পরওয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেন।
গত ১৮ মে ২০২৩ইং রাতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০২ জন সাজা পরওয়ানা ভূক্ত আসামীসহ মোট ১১জন পরওয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
সাজা ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফ মিয়া (১৯), পিতা- আঃ নুর, গ্রাম:-কালীবাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এবং সাজা পরওয়না ভুক্ত আসামী সাহাব উদ্দিন, পিতা-আঃ নুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে অত্র থানাধীন কালিবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ২০ মে, ২০১৬।
জিআর ১৬৩/২১ ওয়ারের্ন্টভুক্ত আসামী জাহাঙ্গীর আলম(২৭), পিতা-মৃত ভাতির আলী, গ্রাম :-নারাইনপুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে শাহ আরফিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৮ আগস্ট, ২০২১;
জিআর ১১৯/১৬ ওয়ারেন্টভুক্ত আসামী বাবুল মিয়া, পিতা-ইব্রাহিম, গ্রাম:-উত্তর রাজনগর (বর্নিগাও), থানা-কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট এবং আলমগীর হোসেন, পিতা-ফয়জুল ইসলাম, গ্রাম :-দক্ষিণ কলাবাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে অত্র থানাধীন বুধবারী বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট এর কোম্পানীগঞ্জ থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৩ ডিসেম্বর, ২০১৬।
জিআর ৬৯/২১ ওয়ারেন্টভুক্ত আসামী আল আমিন(২০), পিতা-মানিক মিয়া, গ্রাম :-বর্ণি পূর্বপাড়া, কাউছার মিয়া(২২), পিতা-দবির মিয়া, গ্রাম :-বর্ণি পূর্বপাড়া, মিছবাউল মিয়া(২০), পিতা-ধনাই মিয়া, গ্রাম :-দলইরগাও, ফয়সাল হোসেন ওরফে ফয়সাল মিয়া(৩০), পিতা-আব্দুল জলিল, গ্রাম :-বর্ণি পূর্বপাড়া, সাচ্ছ মিয়া প্রকাশ সাচ্চা মিয়া (২৬), পিতা-জৈন উদ্দিন, গ্রাম :- বর্ণি পূর্বপাড়া, রোমান আহমদ (২০), পিতা-জৈন উদ্দিন, গ্রাম :- বর্ণি পূর্বপাড়া, সর্বথানা- কোম্পানীগঞ্জ, জেলা সিলেটকে অত্র থানাধীন বর্ণি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ-১৫/০৪/২০২১ইং
আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।