কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ৫ আসামি গ্রেফতার

আদনান চৌধুরী : সিলেট:- সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল বৃহস্পতিবার (৪ মে ২০২৩) রাত ৩.৩০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকা হতে (পাচঁ)৫ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আকাশ চৌধুরী (২৫), পিতা-মোঃ হারুন চৌধুরী। সুমেল আহমেদ (২০), পিতা-বাবুল মিয়া, গ্রাম পাড়ুয়া মাঝপাড়া। মোঃ দেলোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ শফিক মিয়া। লায়েক আহমদ (২৬), পিতা-নিজাম উদ্দিন, গ্রাম পাড়ুয়া লামাপাড়া। মোঃ ফুয়াদ মিয়া ওরফে গুলি কামাল (২০), পিতা-মোঃ আব্দুল কাদির, গ্রাম পাড়ুয়া কালাসাদক।

পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত শনিবার ( ২২ এপ্রিল ২০২৩) রাতে পাড়ুয়া গ্রামের হুমায়ুন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেনের ১২ টি সিলিং ফ্যান এবং একটি পানির মোটর পাম্প চুরি হয়।
উক্ত ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলা নং-০৩(৪-৫-২০২৩)

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরিকৃত তিনটি ফ্যান এবং একটি পানির মোটর পাম্প উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।