কোম্পানীগঞ্জে ১৫৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : মোঃ গিয়াস উদ্দিন : কোম্পানীগঞ্জ থানার এসআই/জনার্দন তালুকদারের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৭ মার্চ ২০২৩খ্রিঃ রাত ১০.৪৫ ঘটিকায় বর্ণি কান্দিবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র সাইদুল ইসলাম @ এখলাছুর রহমান @ এখলাছ (২০) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সজিব আহমেদ @ শাকিল (১৭) দ্বয়ের দখল হতে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারি দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত মাদক নিজ হেফাজতে রেখেছিলেন। এ সংক্রান্তে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই/জনার্দন তালুকদার এর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে যাহা তদন্তাধীন।