
বলিউডে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ একের পর এক অভিনেতা, অভিনেত্রীরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন৷। এবার সংক্রমণ ঠেকাতে আগে থেকেই কোয়ারেন্টাইনে ‘রাম সেতু’-র দুই নায়িকা জ্যাকলিন এবং নুসরত।
অক্ষয় কুমারের বহুচর্চিত ছবি ‘রাম সেতু’। দুই সহ-অভিনেত্রী নুসরত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্দিজকে সঙ্গে নিয়ে মার্চ মাসে শুরু করা হয় ছবির শুটিং।
ছবির শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হয় অক্ষয় কুমার। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। এছাড়াও ‘রাম সেতু’ সেটের আরও ৪৫ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
তাই সতর্কতা অবলম্বনে আগেই নিভৃতবাসে চলে গেলেন ‘রাম সেতু’র ২ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত বারুচা।
যদিও জ্যাকলিন এবং নুসরতের এই আগাম সতর্কতা ভাবনায় ফেলেছে অনুরাগীদের। অনেকেই প্রশ্ন তুলেছেন, তারাও কি করোনায় আক্রান্ত? তাই এই পদক্ষেপ।
২ নায়িকাই জানিয়েছেন, এখনও পরীক্ষার ফলাফল হাতে আসেনি তাদের।
তবে করোনা ঠেকাতে গরম জলের ভাপ নেওয়ার মতো যাবতীয় নিয়ম আগে থেকেই মানতে শুরু করেছেন বলে জানান নুসরত।