নিজস্ব প্রতিবেদক : কোরবানিতে জবাই হওয়া পশুর চামড়া কেনার দাম নির্ধারণ করেছে এ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।
নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০ টাকা। আর ঢাকার বাইরে ৪০ টাকা। খাসির লবণযুক্ত চামড়া সর্বত্র ২০ টাকা। বকরির চামড়া ১৫ টাকা।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্ট চামড়া ব্যবসায়ীদের ৩টি সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর চামড়ার দাম নির্ধারণ করে।