
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র পাঁচ দিন। রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে কোরবানির পশু বেচাকেনা।
রোববার দুপুরে রাজধানীর সর্ববৃহৎ পশুর হাট গাবতলীতে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রবেশপথ দিয়ে পশুবাহী ট্রাক ঢুকছে হাটে। দিন-রাত একটির পর একটি ট্রাক এসে থামছে গাবতলীসহ বিভিন্ন হাটে। মহাসড়কেও পশুবাহী ট্রাকের সারি।
সড়কপথের পাশাপাশি নৌপথেও পশু আনা হচ্ছে। ঢাকার চারপাশের নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলারে আনা হচ্ছে পশু। আমিন বাজারের পাশে তুরাগ নদীর তীরে গিয়ে দেখা গেছে, একের পর এক গরুভর্তি ট্রলার এসে থামছে পারে। প্রতিটা ট্রলার গরুতে ভর্তি।
দিনের বেলা প্রতি ঘণ্টায় ১০-১২টি পশুবাহী ট্রাক আসছে রাজধানীর বৃহত্তম পশুর হাট গাবতলীতে। জানা গেছে, রাতের বেলায় এ সংখ্যা আরো বেড়ে যায়। বেশিরভাগ ট্রাকেই আসছে গরু। কিছু ট্রাকে মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে। ট্রাক পার্কিং করা হলেই হলুদ রঙের শার্ট পরা হাটের রাখালরা দৌড়ে গিয়ে উঠছেন ট্রাকে। ট্রাকে সারি করে বাঁধা গরুর রশি ধরে টেনে নামিয়ে তারা পৌঁছে দিচ্ছেন হাটে পাইকারের নির্দিষ্ট স্থানে।
হাটের পাইকার সমিতির নেতা বশির ভাণ্ডারি জানান, যেসব গরু আসছে, এগুলো বেশিরভাগ উত্তরাঞ্চলের। ভারতীয় গরু এখনো হাটে আনা শুরু হয়নি। এই গরু এলে স্বাভাবিক দামে ক্রেতারা কিনতে পারবেন। ভারতীয় গরুর আমদানি সম্ভব না হলে উচ্চমূল্যে এবার কোরবানির গরু বিক্রি হবে।
তিনি জানান, ট্রলারেও আনা হচ্ছে কোরবানির পশু। সদরঘাট, কামরাঙ্গীর চর, আমিন বাজার ও আশুলিয়ায় একের পর এক ভিড়ছে পশুবাহী ট্রলার। আবার আরিচা ও মাওয়া পর্যন্ত ট্রলারে পশু এনে সেখান থেকে ট্রাক দিয়েও ঢাকায় আনা হচ্ছে।