কোর্ট পুলিশের ব্যারাকে যুবলীগ নেতাকে আপ্যায়ন, পরিদর্শকসহ ৬ পুলিশ প্রত্যাহার

গ্রেপ্তার পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ উল হাসান আরিফকে আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে আপ্যায়নের অভিযোগ ওঠেছে। এতে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের ক্লোজড করা হলেও বিষয়টি মঙ্গলবার দুপুরে প্রকাশ পায়। এদের মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আর পরিদর্শক বশির আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়া আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাড. আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ দিয়ে বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে সংবাদ প্রকাশ করে। প্রকাশিত ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুই নারী, দুই পুরুষ এবং এক শিশুকে দেখা গেছে। ভিডিওতে তাদের সঙ্গে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও।

প্রতিবেদন প্রকাশের পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল- মামুন শিকদার বলেন, ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সব পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে।
ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।