কোর অব ইঞ্জিনিয়ার্সের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কোর অব ইঞ্জিনিয়ার্সের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের অগ্রযাত্রার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সেনাবাহিনী।