
ক্রীড়া ডেস্ক : আইপিএলে দশম আসরের ১২তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
শুক্রবার দিনের প্রথম ম্যাচটি হচ্ছে ব্যাঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া সিরিজে রাঁচিতে তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। ওই চোট নিয়ে সেই ম্যাচে খেললেও ধর্মশালায় শেষ টেস্টে খেলতে পারেননি। এমনকি আইপিএলে খেলতে পারেননি বেঙ্গালুরুর প্রথম তিন ম্যাচেও। তবে ইনজুরি কাটিয়ে এবারের আইপিএলে ফিরলেন বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক।
তার ফেরার দিনে ফিরছেন ক্রিস গেইলও। কিন্তু গেইল ফেরায় সেরা একাদশ থেকে ছিটকে পড়েছেন শেন ওয়াটসন। বিপরীতে মুম্বাইয়ে লাসিথ মালিঙ্গার পরিবর্তে একাদশে ফিরেছেন টিম সাউদি।
মুম্বাই ইন্ডিয়ান্স দল: জস বাটলার, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), রোহিত শার্মা (অধিনায়ক), নিতিশ রানা, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, টিম সাউদি, জাসপ্রিত বুমরাহ ও মিচেল ম্যাক্লেনাঘান।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল: বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, কেদার যাদব (উইকেটরক্ষক), মানদ্বীপ সিং, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, যুজবেন্দ্র চাহাল ও সামিউল বদ্রি।