কোয়েটার বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা

ক্রীড়া ডেস্ক : আগামীকাল রাতে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল মাঠে গড়াবে। এবারই প্রথম ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লাহোরে। ফাইনালে লড়বে কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। ফাইনালের আগে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে কোয়েটা। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়, জিম্বাবুয়ের শন এরভিন ও এল্টন চিগম্বুরা, দক্ষিণ আফ্রিকার রায়াদ এমরিত ও মর্নে ফন উইক।
ওমর গুলের পরিবর্তে কোয়েটা গ্লাডিয়েটর্স শিবিরে যোগ দিয়েছেন আইজাজ চিমা। ইনজুরিতে পরায় খেলতে পারছেন না গুল। ইতিমধ্যে কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়রা লাহোর পৌঁছেছে। সবার আগে পৌঁছান সরফরাজ আহমেদ, আসাদ শফিক, হাসান খান, নূর আলি ও মীর হামযা।