কোয়েলের ‘না’ বদলে দিলো কঙ্গনার জীবন

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাউত। প্রথম সিনেমা দিয়েই সফলতা মুখ দেখে এই অভিনেত্রী।
পেয়েছিলেন সেরা নবাগতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।

বাঙালি পরিচালক অনুরাগ বসু নির্মিত ‘গ্যাংস্টার’ সিনেমাটিতে নায়কা হিসেবে প্রথম পছন্দ ছিল কোয়েল মল্লিক। কিন্তু গল্প পছন্দ হওয়ার শর্তেও অনুরাগ বসুকে না করে দেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী। এরপরই তার জায়গায় সুযোগ পান কঙ্গনা।

পরিবর্তে জানা যায় কস্টিউম নিয়ে আপত্তি থাকায় সিনেমাটি করেননি কোয়েল।

অনুরাগ বলেন, ‘গ্যাংস্টারের গল্প বলার সময় আমি কোয়েলকে চুমুর এক দৃশ্যের কথা বলেছিলাম। কঙ্গনাকেও আমরা সেই দৃশ্যে দেখেছি। এটা তার এথিকস আর মোরালসের প্রশ্ন। সেই জন্যই আমি কোয়েলকে এত সম্মান করি। অন্য কোনও অভিনেত্রী হলে তখন হ্যাঁ বলে দিত।’

অনুরাগ আরও বলেন, ‘মুম্বাইয়ের মতো জায়গায় বড় ব্যানারের সিনেমা গ্যাংস্টার। এই প্রস্তাবে যে কেউ হ্যাঁ বলে দিত। তবে ও কোয়েল খুব পরিষ্কার ছিল, বলেছিলেন তিনি এই দৃশ্যে অভিনয় করবেন না।’

উল্লেখ্য, কঙ্গনা রানাউত ‘বলিউড কুইন’ খ্যাতি পেয়েছেন। তার ভাগ্য বদলে দিয়েছিল ‘গ্যাংস্টার’।