ক্যাটরিনাকে ভয় পান পরিণীতি

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে শুরু হয়েছে করণ জোহরের সঞ্চালনায় জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র পঞ্চম আসর। শুরু থেকেই ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানিয়ে খবরে আসছেন অনুষ্ঠানে আগত তারকা অতিথিরা।

সম্প্রতি এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া এবং আদিত্য রয় কাপুর। সেখানে ইশাকজাদে খ্যাত অভিনেত্রী জানিয়েছেন, ক্যাটরিনাকে ভয় পান তিনি।

২০১৬ সালের ড্রিম টিম ট্যুরে ক্যাটরিনার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে পরিণীতি চোপড়াকে। এ অভিনেত্রী জানিয়েছেন, ক্যাটরিনার গম্ভীর মুখ দেখে তিনি তাকে খুব ভয় পান। এ অভিনেত্রী কৌতুক শুনেও নাকি খুব একটা হাসেন না। তাই তাকে দেখলেই ভয় পান পরিণীতি। তবে ক্যাটরিনার মতো শারীরিক গঠন চান কিল দিল খ্যাত এ তারকা। এ নিয়ে ক্যাটরিনা তাকেও অনেক সাহায্যও করেছেন বলে জানিয়েছেন তিনি।

কাজের দিক থেকে পরিনীতির পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। কফি উইথ করণ অনুষ্ঠানে ২৮ বছর বয়সি এ অভিনেত্রী তার প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন। মনীশ শর্মার সঙ্গে তার প্রেমের গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা বলেও জানিয়েছেন তিনি।