ক্যাট’র বোন ইসাবেল পা রাখছেন বলিউডে

বলিউডে অভিষেক হয়েছে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফের। প্রথম সিনেমা ‘টাইম টু ডান্স’ মুক্তি পেয়েছে ১২ মার্চ। এটি পরিচালনা করেছেন স্ট্যানলি ডি কোস্টা।

ইসাবেল কাইফের বলিউডে যাত্রা শুরুর ঘোষণা থেকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে ক্যাটরিনার পর সালমান খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন তিনি। এ নিয়ে এতদিন চুপ ছিলেন অভিনেত্রী।

সিনেমা মুক্তির পর সমালোচনা নিয়ে মুখ খুললেন ইসাবেল কাইফ। জানালেন বলিউডে অভিষেকের জন্য তাকে সালমান খান বা তার বোনের সাহায্য নিতে হয়নি। নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসাবেল বলেন, ‘এই সিনেমার জন্য আমি অডিশন দিয়েছি। আমার অভিনয় দেখে প্রযোজকের পছন্দ হয়। এরপরই আমি সুযোগ পেয়েছি। আর বলিউডে যারা আসতে চান, তাদের যে সালমান সব সময় উৎসাহিত করেন। এই বিষয়টি অস্বীকার করি না। কিন্তু সরাসারি সালমানের কোনও সাহায্য নিইনি। আমি অনেকদিন ধরেই অডিশন দিচ্ছি। এ বার সব কিছু ঠিকঠাক হয়েছে।’

বলিউডের গণ্ডি ইসাবেলের আগে থেকে পরিচিত। আর হবেই না কেনও, বোন ক্যাটরিনা কাইফ এখন ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের একজন। ‘সিং ইজ কিং’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’সহ অনেক সিনেমার শুটিংয়ে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যেতেন তিনি।

তখন থেকে বলিউডের কাজের ধরনের সঙ্গে খানিকটা পরিচয় হয় ইসাবেলের। পাশাপাশি ক্যাটরিনাও নাকি অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছিলেন বোনকে। পরামর্শ দিয়েছিলেন, মনোযোগ দিয়ে কাজ করতে।

প্রসঙ্গত, ইসাবেল মার্কিন এক পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন অনেকদিন। সেখানে অভিনয় নিয়ে পড়াশোনা শেষ করে বলিউডে আসার সিদ্ধান্ত নেন।