
১১ জানুয়ারি প্রথম সন্তানের মুখ দেখেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলী ও বলিউড অভিনেত্রীর অনুষ্কা শর্মা। ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন বিরুষ্কার সন্তানের ছবি দেখার জন্য।
কিন্তু বিরাট ও অনুষ্কা সন্তানের ছবি দেখাতে নারাজ। তারা বিশেষ ভাবে অনুরোধ করেন পাপারাৎজিদের যাতে ছবি না তোলা হয়। তবুও বিরুষ্কার গতিবিধির উপরে কড়া নজর রেখেছে পাপারাৎজিদের ক্যামেরা।
তাই ক্যামেরা থেকে বাঁচাতে মেয়েকে চাদরে ঢেকে আমদাবাদের বিমানবন্দরে বিরুষ্কা। এমন ভাবেই বিরুষ্কাদের ক্যামেরা বন্দি করলো পাপারাৎজিরা।
ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ৫টি ম্যাচ ছিল আমদাবাদে। বিরাটের সঙ্গে তার স্ত্রী-কন্যাও আমদাবাদে ছিলেন সে ক’টা দিন। এর পরে পুণেতে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে। রবিবার সন্ধ্যেবেলা পুণেতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
বিরাট ও অনুষ্কা ছাড়াও ভারতীয় দলের অন্যান্য সদস্যদের দেখা গেল বিমানবন্দরে।