ক্যারিয়ারের পাঁচ দশকের ইতি টানলেন ফেরদৌস

নন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের সম্প্রতি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৫তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, যে কোনো স্বীকৃতিই একজন শিল্পীর জন্য সম্মানের। তার কাজের মূল্যায়ন তাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করে। সম্মাননা গ্রহণকালে তিনি তার বর্ণাঢ্য ও সুদীর্ঘ সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

ফেরদৌস ওয়াহিদ বলেন, সংগীত জীবনে পেয়েছি লাখো মানুষের ভালোবাসা। এ জন্য ভক্তদের জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। অনেক সম্মাননা পেয়েছি, নতুন করে আর কিছু পাওয়ার নেই। আর আমি আমাদের দেশের সংগীতাঙ্গনের কথা ভালোভাবেই জানি। শিল্পীদের শেষ বয়সে ছুড়ে ফেলে দেওয়া হয়। আবার আমার নিজের রেঞ্জও আমার জানা। তাই আমি মনে করি, এটাই বিদায় নেওয়ার ভালো সময়। এখনও শক্তি আছে, গান করছি। মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। এটা থাকতে থাকতে সরে আসতে চাচ্ছি। কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আগে নিজেই চলে যেতে চাই। চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর আর গাইব না।

তিনি আরো বলেন, ১৯৮৬ সালে বাবার নামে একটি জনকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। সেখান থেকে অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়া হয়। যদি সেই ট্রাস্টের কল্যাণে কেউ কনসার্ট আয়োজন করে, তখন হয়তো দায়বদ্ধতা থেকে গাইতে পারি। নইলে আর কখনোই মঞ্চে উঠব না। ঢাকা শহর ছেড়ে নিজ গ্রামে চলে এসেছি। এখানে আমার পৈতৃক জমি রয়েছে। সেগুলো দেখাশোনা করছি। কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষ করছি। কিছুদিন পর বাড়ির আঙিনায় সবজি ও ফলফলাদির চাষ করব। যতদিন বেঁচে আছি ততদিনই গ্রামে থাকতে চাই।

সব শেষে তিনি বলেন, ১৯৭৬ থেকে ১৯৮২। এই ছয় বছর আমার জীবনের স্বর্ণালি সময়। শিল্পী হিসেবে পরিচিতি, অগণিত মানুষের ভালোবাসা পাওয়া, নতুন কিছু করে দেখানোর চেষ্টায় সফল হওয়া থেকে শুরু করে অনেক কিছুই পেয়েছি। তখন তো এত প্রযুক্তির ব্যবহার ছিল না। যা কিছু করতে হয়েছে, তা নিজের মেধা আর মানসিক শক্তির বলেই করতে হয়েছে। সাফল্যের জন্য সংগ্রাম করতে হয়েছে দিনের পর দিন।